
মো. আ. জব্বার : মুক্তাগাছা আব্বাছিয়া কামিল (¯œাতকোত্তর) মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মো. বদরুল আলম বলেন, হাদিস শিক্ষা করা ও পাঠদান করা দুটোই অত্যন্ত গৌরবের বিষয়। আমাদের মনে রাখতে হবে যে, একমাত্র ইলমে হাদিস শিক্ষারই সনদ আছে, অন্যকোন বিষয় শিক্ষার সনদ নাই। তাই আমাদেরকে ইলমে হাদিসের মর্যাদা ধরে রাখতে হবে।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে. আই.) কামিল মাদ্রাসায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফাজিল ¯œাতক (পাস) এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কামিল শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠানের প্রধঅন অতিথির বক্তব্যে মাও. মো. বদরুল আলম বলেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজ থেকে প্রায় ৩শ” বছর পূর্বে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হলেও এখনো মাদ্রাসা শিক্ষার গুনগত মান বৃদ্ধি পায়নি। তাই মাদ্রাসা শিক্ষার কোয়ালিটি বাড়াতে হবে। অন্যথায়, প্রতিযোগিতার এ বিশে^ আমাদেরকে হেরে যেতে হবে।
মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. ইউনুছ আলীর সভাপতিত্বে উদ্বোধনী কাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও ফুলবাড়ীয়া বাজার বড় জামে মসজিদে ইমাম ও খতিব মাও. মো. রিয়াজ উদ্দিন অনুওয়ারী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো: আবুল ফজল, এনায়েতপু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. আ.ন.ম মিজানুর রহমান, ধুরধুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. জিয়াউল হক শাহীন, অত্র মাদ্রাসার দাতা সদস্য ও ফুলবাড়ীয়া চান্দের বাজার বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. শামসুজ্জামান, ছনকান্দা দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. ছানাউল্লাহ, কৈয়ারচালা পূর্বপাড়া বালিকা দাখিল এম.এ হান্নান সরকার, অত্র মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক আব্দুল্লাহ, ভালুকজান জামিয়া আরাবিয়া বারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাও. সাদী প্রমূখ।
বক্তাগণ বলেন, অত্র মাদ্রাসায় কামিল খোলার মাধ্যমে ফুলবাড়ীয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ফুলবাড়ীয়াবসী আজ আনন্দিত ও গর্বিত। পর্য়ায়ক্রমে এ প্রতিষ্ঠানে অনার্স কোর্স চালু সহ বিভিন্ন বিভাগ খোলার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা এ মাদ্রাসার সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপাধ্যক্ষ মাও. মো. তাজাম্মুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক এ,কে,এম শামসুজ্জোহা, কোরআন তেলাওয়াত করেন কে, আই সিনিয়র ফাজিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম হাফেজ আবু রাশেদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার সকল আলিম, ফাজিল ও দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপার বৃন্দ, কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন ভর্তিকৃত ফাজিল ও কামিল শ্রেণির শিক্ষার্থীদের ছবক প্রদান করেন মাও. মো. বদরুল আলম এবং অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করেন মাও. মো. রিয়াজ উদ্দিন আনুয়ারী।