
টাইমস ২৪ ডটনেট :নিজ ছোট চাচার নেতৃত্বে সাংবাদিক রবিনের বাড়িতে সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দৈনিক খবরের আলো পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রবিনের বসতভিটায় হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। অভিযোগ উঠেছে, রবিনের নিজ ছোট চাচা জসিম উদ্দিনের নেতৃত্বে ২৯ জুলাই রাতে এই হামলা চালানো হয়। এতে তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
জানা যায়, হামলার সময় সন্ত্রাসীরা রবিনের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। আতঙ্কে পড়ে যান নারী ও শিশুরাও। দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জের ধরে জসিম উদ্দিন বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।
মোঃ রবিন জানান, “জসিমের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র আমাদের বাড়ি দখলের পাঁয়তারা করছে। আমি ২০ জুলাই পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
তিনি আরও বলেন, “প্রতিদিনই তারা নানা কৌশলে আমাদের পরিবারের ওপর হামলার চেষ্টা করছে। এমনকি পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার মতো পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে। আমরা দিনরাত আতঙ্কের মধ্যে আছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনের সাথে এলাকার কিছু অসাধু নারী-পুরুষ জড়িত, যারা দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি, মাদক ব্যবসা ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে আসছে। এলাকাবাসী এই চক্রের কারণে চরম ভয়ে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এই ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক মহল বলছে, একজন পেশাদার সংবাদকর্মীর পরিবার যদি নিজ বাড়িতে নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।