
মো. আ. জব্বার : ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, ঝরেপড়া রোধ এবং অন্যান্য বিষয়ে মত বিনিময়কল্পে ‘ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে ষাম্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু ওবায়দা বাবুল, সহকারী প্রধান শিক্ষক মাও. লুৎফর রহমান, শ্রেণি শিক্ষক পরিতোষ চন্দ্র দাস ও মোজাম্মেল হক, অভিভাবকদের পক্ষে হযরত আলী, হারুন অর রশিদ, অভিভাবক ও সাংবাদিক আব্দুস ছাত্তার প্রমুখ।
অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণের পরামর্শ উঠে আসে সমাবেশে। এতে ষাম্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পাশাপাশি বিদ্যালয়ে সর্বোচ্চ উপস্থিতিদের পুরস্কৃত করা হয়।