
মাখদুম সামি কল্লোল: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ আওয়ামী লীগ ও তাদের দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলটির ‘সব ধরনের কার্যক্রম’ নিষিদ্ধ করে।
বুধবার ৩০ জুলাই, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে, কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি ৯৮৫) সিবিএ ব্যাংক ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।
সিবিএ এর সভাপতি ফয়েজ আহমেদ এবং সাধারণ সম্পাদক মিরাজ হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
ব্যাংক ভবন আঙিনার সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে হুশিয়ার দিয়ে বলেন, পুনরায় এ ধরনের দুঃসাহস দেখালে আপনাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। বক্তারা আওয়ামী লীগের বিগত দিনের দুঃশাষনের কথা তুলে ধরে তাদের রাজনীতি হতে নিষিদ্ধ করা এবং কঠিন শাস্তি দাবি করেন।
এইসময় সিবিএ এর অন্যান্য নেতৃবৃন্দ এবং ব্যাংকের জাতীয়তাবাদীমনা সকল কর্মচারীগণ সমাবেশে উপস্থিত ছিল।