topআন্তর্জাতিক

রাশিয়ায় ভূমিকম্পে পর আঘাত হেনেছে সুনামি

এনামুল হক, টাইমস ২৪ ডটনেট, আন্তর্জাতিক ডেস্ক: ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামি আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির আঘাত হেনেছে। ভূমিকম্পের পর রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিতে বড় ধরনের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের স্তর আকাশ ঢেকে ফেলেছে, যা এরইমধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার উচ্চতায় ছড়িয়ে পড়েছে। এর ফলে রাশিয়ার উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ওশেনিয়া অঞ্চলের তিন দেশ পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে। এ নিয়ে বিশ্বের মোট ১৪টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্ক করা হয়েছে।
সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই সেভেরো-কুরিলস্কের উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাত হানে। ওই শহরের জনসংখ্যা প্রায় আড়াই হাজার। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে উপকূল থেকে দূরে উঁচু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। লিমারেঙ্কো বলেন, সুনামির হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত উঁচু ভূমিতে বাসিন্দারা নিরাপদে থাকবেন। জরুরি পরিষেবা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় স্বাভাবিক জীবন পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম এবং কর্মকর্তাদের শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উপকূলের কিছু অংশে পানি পৌঁছে যাচ্ছে এবং সুনামির সাইরেন বেজে উঠার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা নিরাপদে সরে গেছেন। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ প্ল্যান্টের মাছ প্রক্রিয়াকরণ প্ল্যান্টটি ডুবে গেছে। সেখানকার সব কর্মীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ান জিওফিজিক্যাল সার্ভিস সেভেরো-কুরিলস্কের প্লাবিত উপকূলীয় অঞ্চলের ড্রোন ফুটেজ অনলাইনে শেয়ার করেছে। ইউঝনো-সাখালিনস্ক সিসমিক স্টেশনের প্রধান এলেনা সেমেনোভা আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের পর কুরিল দ্বীপপুঞ্জ জুড়ে সুনামির হুমকি ঘোষণা করা হয়েছে।
এদিকে রাশিয়ায় ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ৮ দশমিক ৭ মাত্রা বলা হলেও পরবর্তিতে জানানো হয় যে, ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও জানিয়েছেন যে, ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।
রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আলাস্কার দূরবর্তী আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি আছে। এছাড়া ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। ইন্দোনেশিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বড় ধরনের সুনামির আশঙ্কা না থাকলেও বাসিন্দাদের উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে। যেকোনো সময় লাভা প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিতে বড় ধরনের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের স্তর আকাশ ঢেকে ফেলেছে, যা এরইমধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১ দশমিক ৮ মাইল) উচ্চতায় ছড়িয়ে পড়েছে। এমন খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা রিয়া। রুশ বিজ্ঞান একাডেমির ভূ-ভৌগোলিক বিভাগের স্থানীয় শাখার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের তথ্যমতে, আগ্নেয়গিরিটি এখনও চূড়ান্তভাবে অগ্ন্যুৎপাত করছে এবং ছাই ৫৮ কিলোমিটার (৩৬ মাইল) পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে। এ ছাড়া যেকোনো সময় ৮ কিলোমিটার (৪ দশমিক ৯ মাইল) উচ্চতায় ছাই নির্গমনের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির কারণে নিচু উচ্চতায় উড়তে থাকা বিমানগুলোর জন্য ঝুঁকি বাড়ছে। ক্লিউচেভস্কয় অঞ্চলের ওপর দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের রুট না থাকলেও আঞ্চলিক ফ্লাইটের জন্য রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ‘কমলা রঙের’ সতর্কতা জারি করেছে। অর্থাৎ আগ্নেয়গিরি-সংক্রান্ত কার্যকলাপ বিমান চলাচলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে। যেকোনো সময় লাভা প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, ১৯০০ সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ভূমিকম্পের রেকর্ড রাখা শুরু করে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। সেই রেকর্ড বলছে, গতকাল বুধবার বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প দেখেছে রাশিয়া। গতকাল বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর ৬ দশমিক ৯ এবং ৬ দশমিক ৩ মাত্রার দু’টি ‘আফটার শক’ হয়। ভূমিকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। এক বিবৃতিতে ইউএসজিএস জানিয়েছে, শক্তি ও ধ্বংসক্ষমতার বিবেচনায় কামচাটকার এই ভূমিকম্প বিশ্বের ইতিহাসে ষষ্ঠ। এর আগে ২০১০ সালে চিলিতে এবং ১৯০৬ সালে ইকুয়েডরে এই মাত্রার ভূমিকম্প হয়েছিল।
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের সহকারী অধ্যাপক ড. হেলেন জেনিসজেউইস্কি ইউএসজিএসের এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন। বিবিসিকে তিনি বলেন, আমাদের রেকর্ড বলছে, ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পটি হয়েছিল চিলিতে। বিওবিও অঞ্চলে। ১৯৬০ সালে চিলির বিওবিও অঞ্চলে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ৫। গতকাল বুধবারের ভূমিকম্পের পর সুনামির আঘাত এসেছে জাপানে। বিবিসির তথ্য অনুসারে, সুনামির পর ৪ মিটার (১২ ফুট) উচ্চতার একের পর এক ঢেউ আছড়ে পড়ে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোর উপকূলে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, রাশিয়ায় ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ইতোমধ্যে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু, ইকুয়েডর, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ, চীন, যুক্তরাষ্ট্রের হাওয়াই, লস অ্যাঞ্জেলেসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সাগরে সুনামি পরিস্থিতি থাকার আশঙ্কা আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি বলছেন, সরকারের হালনাগাদ তথ্য সম্পর্কে খোঁজখবর রাখুন। ভয় পাবেন না। দৃঢ় এবং নিরাপদ থাকুন।
অপরদিকে সুনামি সতর্কতা জারির পর জাপানের ফুকুশিমার দাই-ইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগে ২০১১ সালে জাপানে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি কেন্দ্রে বড় ধরনের বিপর্যয় ঘটেছিল। বিবৃতিতে টেপকো জানিয়েছে, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিক কিছু ঘটেনি বা কেউ হতাহত হননি। তবে তারা সুনামি সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাপানের আবহাওয়া সংস্থা পূর্ব উপকূলজুড়ে সুনামি পরামর্শ জারি করেছে, যেখানে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এছাড়া তাইওয়ান, হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের জন্যও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। মার্কিন পশ্চিম উপকূলের বহু অংশেও সতর্কতা জারি রয়েছে।

Related Articles

Back to top button