
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার : মঙ্গলবার বিকালে ফুলবাড়িয়া উপজেলা খাদ্যগুদাম চত্বরে (উপজেলা পরিষদ সংলগ্ন) নারিকেল চারা রোপণ করা হয়েছে। খাদ্যগুদামের পশ্চিমাংশে নারিকেল চারাটি রোপণ করেন খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বুলবুল আহমেদ। এ সময় তিনি গুদামে কর্মরতদের গাছের চারার প্রতি যত্নবান হওয়ার নির্দেশ দেন।
বুলবুল আহমেদ বলেন, আমি যখন শিক্ষক ছিলাম তখন শিক্ষার্থীদের গাছের চারা রোপণে উৎসাহ প্রদান করতাম। বিভিন্ন অনুষ্ঠানে আমার ছোট নাটিকা থাকত গাছের চারা রোপণ কে কেন্দ্র করে।