
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়িয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন সহ বেসরকারি বিদ্যালয়গুলোকে বাদ রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ বলেন, কিন্ডাগার্টেন স্কুল গুলো বাদ দিয়ে এই জুলাই মাসে শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। যা চরম বৈষম্য এবং যা জুলাই তেচনারসাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা গত ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ও বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে আসছিলাম। গত ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে ও অংশ গ্রহণ করেছিলাম। ২০১২ সাল থেকে কিন্ডারগার্টেন স্কুল সমূহকে ঊগওঝ কোড ও স্কুল কোড প্রদান করা হয়। সেই সাথে সরকারী বই যথারীতি পেয়ে যাচ্ছি। আমাদের স্কুল থেকে ছাত্র/ছাত্রীরা বৃত্তি লাভ করে উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারী বেসকারী কর্মস্থলে কাজ করে মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে।
তারা আরও বলেন, এই সরকার কে অস্থিতিশীল করার জন্য কিছু সংখ্যাক আমলা এ ধরনের বৈষম্য মূলক কর্মকান্ড ঘটিয়েছে। সবাই যেহেতু এই দেশের নাগরিক, সব নাগরিকের সন্তানদেকে প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হোক।
এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলী।