
নিউইয়র্ক থেকে সোহেল হোসাইন:যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশি পুলিশ অফিসার দিদারুল সহ আরও ৪ জন অফিসার নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দিদারুল আলমের দেশের বাড়ি সিলেটের কুলাউড়া উপজেলায় ।
স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টার কিছু আগে এই ঘটনাটি ঘটে। ভবনটিতে ব্ল্যাকস্টোন, এনএফএল সদর দপ্তরসহ একাধিক নামকরা কর্পোরেট অফিস রয়েছে।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ২৭ বছর বয়সী শেন তামুরা, যিনি ভবনের ৩২ বা ৩৩ তলায় নিজেকে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং পরবর্তীতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সংবাদপত্রের বরাতে জানায়, বন্দুকধারী ব্যক্তি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। খবরে আরোও বলা হয়েছে, হামলাকারী একজন বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত ছিল এবং তার কাছে একটি AR-স্টাইল রাইফেল ছিল। সে ভবনের ভেতরে ঢুকে গুলি চালায়।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত এখনো চলমান রয়েছে।