বাংলাদেশ

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তে ভর্তি ৩৩ (আই সি ইউ তে) ৩ ও লাইফ সাপোর্টে ১

মোহাম্মদ রফিক :রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৩৩ জন, তাদের মধ্যে আশঙ্কাজনক ৩ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ তে) ও ১ জন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, এখন ৩৩ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ২৭ জনই শিশু। এদের মধ্যে ৩ জন সংকটা পন্ন অবস্থায় রয়েছে। এদের ৩ জনকে (আই সি ইউ তে) রাখা হয়েছে। একটু কম গুরুতর ৯ জনকে সিভিআর ক্যাটাগরিতে রয়েছে। তিনি বলেন, আজ সোমবার আরো তিনজন রোগীকে ছুটি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তবে আবহাওয়া খারাপ থাকায় তাদের ডেসিং দরকার মনে করে ছাড়পত্র দেওয়া হয়নি। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে ইনস্টিটিউটের পরিচালক জানান।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও পর্যন্ত মারা গেছেন ১৮ জন। তবে মোট মৃত্যুর সংখ্যা জানাবে মন্ত্রণালয়।

Related Articles

Back to top button