বাংলাদেশ

ধানমন্ডির একটি বাসায় গলায় ফাঁস দিয়ে শিশু গৃহ কর্মির আন্তহত‍্যা

মোহাম্মদ রফিক:রাজধানীর ধানমন্ডির রোড নং ৯/১ ১২৭/ বি,একটি বাসার বাথরুমে জানালার গ্রীলের সঙ্গে গলায় গামছা পেচিয়ে ফাঁস লাগিয়ে সাদিয়া আক্তার(১২ বছর) বয়সী, এক শিশু গৃহকর্মী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার( ২৮ জুলাই ) বেলা পৌনে ২ টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উক্ত বাসার গাড়ি চালক তাকে উদ্ধার করে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫ টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃতা শিশুকে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা উক্ত বাসার গাড়িচালক মাকসুদুর রহমান জানান, আজ বিকেলে বাসার লোকজন আমাকে খবর দিয়ে বলে সাদিয়া বাথরুমের ভিতরে গামছা পেঁচিয়ে জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে পাঁচতলা ভবনের এর তৃতীয় তলার বাথরুমের ভিতরে দেখি সে নড়াচড়া করছে তখন তাকে গামছা কেটে নামিয়ে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল নিয়ে যাই সেখান থেকে চিকিৎসক আমাকে ঢাকা মেডিকেল নিতে বললে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক সাদিয়াকে মৃত বলে জানান।

গাড়ি চালক আরো বলেন, সাদিয়া কি কারণে ফাঁস দিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। তবে শিশুটির বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার বগাজুরি গ্রাম, তার পিতা আব্দুল হান্নান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন ধানমন্ডি থেকে অচেতন অবস্থায় এক শিশু গৃহকর্মীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বিষয়টি ধানমন্ডি থানা কে অবগত করা হয়েবছে।

Related Articles

Back to top button