প্রবাসবাংলাদেশ

প্রবাসে বাংলাদেশীদের সর্ববৃহৎ কবরস্থান

নিউ ইয়র্ক থেকে সোহেল হোসাইন: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী ৩১ জুলাই উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ কবর প্রকল্প। বৃহত্তর নোয়াখালী সোসাইটির উদ্যোগে ক্রয়কৃত এ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন হবে ৩১শে জুলাই। সম্প্রতি জ‍্যাকসন হাইটসের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রকল্পের স্বপ্নদ্রষ্টা কমিউনিটি নেতা জাহিদ মিন্টু।
তিনি বলেন, বৃহত্তর নোয়াখালীবাসীর আন্তরিক ও ঐকান্তিক সহযোগিতায় বিগত ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পুরো নগদ অর্থে নিউইয়র্কের আপ স্টেটে বাংলাদেশীদের কবরের জন্য প্রায় এক শত ২৬ একর জমি জায়গা ক্রয় করা হয় । ইতিমধ্যেই উক্ত জমির মাটি পরীক্ষাসহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে।
কবর ক্রয়ের প্রেক্ষাপট তুলে ধরে জাহিদ মিন্টু জানান, করোনার সময় কবর নিয়ে মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেছে বাংলাদেশি কমিউনিটি। তা ছাড়াও লংআইল্যান্ডসহ অন্যান্য স্থানে- যেগুলোতে কবর দেয়া শুরু হয়েছে, সেইসব স্থানে দামও আকাশচুম্বি। সবদিক বিবেচনা করে মানুষকে সেবা দেয়ার লক্ষ্যে বাংলাদেশীদের কবর তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়।
লিখিত বক্তব্যে জাহিদ মিন্টু জানান, বাংলাদেশ সেমিট্রিতে পর্যায়ক্রমে প্রায় ১ লাখের অধিক কবর তৈরি করা হবে। বিশাল এ কর্মযজ্ঞ শুরু করতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিলো মন্তব্য করে তিনি বলেন, সকল বাধা অতিক্রম করা গেছে। এই দিন সকাল ১০টায় জ‍্যাকসন হাইটস থেকে রওয়ানা দেয়া হবে। দুপুরে সেখানে পৌঁছে বাংলাদেশ সেমিট্রির আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাহিদ মিন্টু জানান, বাংলাদেশ সেমিট্রিতে কবর বিক্রি প্রজেক্ট অব্যাহত রয়েছে। শুধু নোয়াখালীর বাসিন্দা নন, বাংলাদেশ সেমিট্রিতে যে কোনো জেলার বাসিন্দা/সংগঠন/মসজিদ কমিটির পক্ষে থেকে কবর ক্রয় করা যাবে। আগ্রহী সংগঠন, মসজিদ এবং ব্যক্তিরা নোয়াখালী সমিতির সাথে যোগাযোগ করে কবর ক্রয় করতে পারবেন। চলতি গ্রীষ্মের থেকেই লাশ দাফন করা যাবে এই আশাবাদ ব্যক্ত করে জাহিদ মিন্টু বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেয়া প্রতিশ্রুতি খুব তাড়াতাড়ি পূরণ হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বৃহত্তর নোয়াখালি সোসাইটির বোর্ড অব ট্রাস্টি পক্ষ থেকে মফিজুর রহমান, খোকন মোশাররফ, রফিকুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম, রমেশ চন্দ্র দেবনাথ, উপদেষ্টা মাইনুল ইসলাম মাহবুব, সাবেক সভাপতি আব্দুর রব, বর্তমান সভাপতি নাজমুল হাসান মানিক, সহসভাপতি মোঃ তাজু মিয়া, সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত ক‍্যাশিয়ার জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক মিরন কিবরিয়া, সদস‍্য মাহমুদুল হক, আব্দুল মালেক খানসহ উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড এবং কার্যকরি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলনে উপস্থিত দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান জানান, দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের জন্য এই ধরনের উদ্যোগ এটাই প্রথম। এক সাথে এক লাখ কবরের জন‍্য জায়গা ক্রয়ে নিউ ইয়র্কের কমিউনিটিতে অন‍্যান দৃষ্টান্ত স্থাপন করল গ্রেটার নোয়াখালী সমিতি।

Related Articles

Back to top button