জাতীয়

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, সেপ্টেম্বরে ঘোষণা

টাইমস ২৪ ডটনেট: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি নিশ্চিত করতে হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিকল্প নেই।
বৃহস্পতিবার ফ্রান্স সময় রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ ঘোষণা দেন ম্যাক্রোঁ। তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট বলেন, গাজায় যুদ্ধ থামানো এখন সবচেয়ে জরুরি। বেসামরিক মানুষের জীবন রক্ষা করতে হবে। শান্তি সম্ভব। তিনি হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়ে বলেন, তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।ম্যাক্রোঁর ভাষ্য, এই সংকটের স্থায়ী সমাধানের জন্য একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র অপরিহার্য, যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং অঞ্চলজুড়ে নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখবে।তিনি জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই ফ্রান্স এই সিদ্ধান্তে এসেছে। ম্যাক্রোঁ বলেন, আমি তাকে চিঠি দিয়ে আমার অবস্থান জানিয়ে দিয়েছি। আমাদের দরকার আস্থা, স্বচ্ছতা ও প্রতিশ্রুতি। আমরা শান্তি অর্জন করব।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ফরাসিরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। আমাদের—ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদারদের—এখন একসঙ্গে প্রমাণ করতে হবে, শান্তি সম্ভব।বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সের স্বীকৃতি দেওয়ার ফলে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে চাপ আরও বাড়তে পারে।তারা মনে করছেন, পশ্চিমা বিশ্বের অনেক দেশই এই ঘোষণার পর নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করতে বাধ্য হবে।

Related Articles

Back to top button