
টাইমস ২৪ ডটনেট: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। যুক্তরাষ্ট্র চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে যে, রাশিয়ার আগ্রাসনে সহায়তা বন্ধ করা উচিত। অন্যদিকে চীন অভিযোগ করেছে, ওয়াশিংটন দায় অন্যের ওপর চাপিয়ে সংঘাত উসকে দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, বিশ্বের সব দেশ, বিশেষ করে চীন, যেন এমন দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রফতানি বন্ধ করে যা রাশিয়ার সামরিক শিল্পকে সহায়তা করে এবং ইউক্রেনের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম করে।তিনি অভিযোগ করেন, চীনের পক্ষ থেকে কঠোর রফতানি নিয়ন্ত্রণ আরোপের দাবি অকার্যকর প্রমাণিত হচ্ছে। প্রতিদিন রুশ অস্ত্র, ড্রোন ও যানবাহনে চীনে উৎপাদিত উপাদান পাওয়া যাচ্ছে।জবাবে জাতিসংঘে চীনের উপ-রাষ্ট্রদূত গেং শুয়াং বলেছেন, চীন এই যুদ্ধ শুরু করেনি, এই সংঘাতে কোনও পক্ষ নয় এবং কখনোই কোনও মারাত্মক অস্ত্র সরবরাহ করেনি। আমরা সব সময় দ্বৈত-ব্যবহারযোগ্য উপকরণের রফতানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি।
তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই, তারা যেন দায় চাপানো ও উত্তেজনা তৈরি বন্ধ করে এবং যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় আরও গঠনমূলক ভূমিকা রাখে।এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছিল, চীনে তৈরি ইঞ্জিন রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ড্রোন কোম্পানিকে সরবরাহ করা হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে এগুলোকে শিল্পে ব্যবহৃত ইঞ্জিন হিসেবে দেখানো হয়েছে।ডরোথি শিয়া বলেন, যদি চীন সত্যিই শান্তির আহ্বান জানায়, তবে তাদের উচিত রাশিয়ার আগ্রাসনে সহায়তা বন্ধ করা।