
এস.এম. নাহিদ:রাজধানীর অভিজাত এলাকা খিলক্ষেতের নিকুঞ্জ-২। অথচ এখানেই চোখের সামনে দখল হয়ে গেছে শিশু-কিশোরদের একমাত্র খেলার মাঠ। অভিযোগ উঠেছে-সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে হাতেগোনা কিছু প্রভাবশালী ব্যাক্তি ও একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধাবাদী নেতাদের ছত্রচ্ছায়ায় মাঠের উত্তর পাশ বরাদ্দ দেওয়া হয়েছে অবৈধ ভাসমান হকারদের জন্য।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মাঠটি ছিল এলাকার একমাত্র উন্মুক্ত স্থান, যেখানে শিশুরা খেলাধুলা করতো, আয়োজন হতো সামাজিক অনুষ্ঠান। এখন সেখানে শুধুই হকারদের দখল, দালালদের দাপট আর চাঁদাবাজির থাবা।বর্তমানে শুধু মাঠের পরিবেশ ধ্বংস হচ্ছে না, বরং হাজারো পরিবার ও যুবসমাজের একমাত্র খেলাধুলার ও মানসিক প্রশান্তির জায়গাটি বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের চেষ্টায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা বলছেন, এটি কোনো উন্নয়ন নয়—এটি একটি সুপরিকল্পিত দখল প্রক্রিয়া।
এলাকাবাসীর অভিযোগ, এই দখলদার চক্রের পেছনে রাজনৈতিক ছত্রচ্ছায়া রয়েছে। প্রশাসনের নিরব ভূমিকা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এলাকাবাসী আন্দোলনে নামতে বাধ্য হবে।এলাকাবাসী হুঁশিয়ার করে বলছে, অতীতের কোনো সরকার এমন দখলের সাহস দেখায়নি। অথচ এখন জনগণের প্রিয় খেলার মাঠ দখলের অপচেষ্টা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তারা দ্রুত এই বেআইনি সিদ্ধান্ত বাতিল ও মাঠ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন-অন্যথায় গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
সর্বোপরি, নিকুঞ্জ-২ এর এই খেলার মাঠ ফিরিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। অন্যথায়, নগর পরিকল্পনা ও জনজীবনের ওপর এর চরম খেসারত দিতে হবে সবাইকে।