বাংলাদেশ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদ্রক দ্রব্য সহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট আটক

বেনাপোল প্রতিনিধি:যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদ্রক দ্রব্য এবং বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেছে বিজিবি।

শুক্রবার২৫জুলাই ২০২৫তারিখে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর টহল দল মাসিলা,বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসবপন্য আটক করে।

আটককৃত মালের মধ্যে রয়েছে বিদেশীমদ, ভারতীয় ফেন্সিডিল, যৌন উত্তেজক ট্যাবলেট, শাড়ী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।আটককৃত মালামালের মূল্য ৩০,৩২,০০০/-(ত্রিশ লক্ষ বত্রিশ হাজার) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

 

Related Articles

Back to top button