topআন্তর্জাতিক

কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড

টাইমস ২৪ ডটনেট: থাইল্যান্ডের সীমান্তবর্তী কম্বোডিয়ার দু’টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে থাই বিমান বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর উপ মুখপাত্র রিৎচা সুকসুওয়ানন।বিবৃতিতে তিনি বলেছেন, “এটি ছিল একটি পরিকল্পিত অভিযান। ৬টি এফ-১৬ যুদ্ধবিমান এ অভিযানে অংশ নিয়েছে। অভিযানের জন্য আগেই এই বিমানগুলোকে উবন রাতচাথানি (কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ)- তে মোতায়েন করা হয়েছিল।


বিমান হামলার তথ্য স্বীকার করেছে কম্বোডিয়াও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ভলা হয়েছে, “কম্বোডিয়ার ভূখণ্ডের ভিতরে ওয়াত কিয়াও সিখা কিরি সাভারাক প্যাগোডা সংলগ্ন সড়কে দু’টি বোমা ফেলেছে থাই বিমান বাহিনী। আমরা এই হামলার সমুচিত জবাব দেবো।”

প্রসঙ্গত, এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের একটি এলাকা নিয়ে গত বেশ কয়েক দশক ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে এবং থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়েই এ ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে আসছে। পান্না ত্রিভুজে বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে।

কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পর ১৫ বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল দুই দেশ। কিন্তু গত মে মাসে কম্বোডিয়ার এক সেনা থাই সীমান্তের কাছে নিহত হওয়ার পর ফের উসকে ওঠে উত্তেজনা।

গতকাল বুধবার কম্বোডিয়া সীমান্তের কাছে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক থাই সেনা গুরুতর আহত হন। তারপরই বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ার দুই সেনা স্থাপনায় বিমান অভিযান চালাল থাইল্যান্ড।

সূত্র : এএফপি।

Related Articles

Back to top button