বাংলাদেশ

রাজাপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ আউয়াল গাজী, রাজাপুর, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ সমির গাজী (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে রাজাপুর ইউনিয়নের শরীফ মার্কেট সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সমির গাজী রাজাপুর সদর এলাকার মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন আহমেদ পিপিএম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সমির গাজী তার নিজ বাড়িতে গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। পরে আমরা অভিযান পরিচালনা করে তাকে আটক করি।”
তিনি আরও জানান, গ্রেফতারের সময় সমির গাজীর দেহ তল্লাশি করে তার পিঠে বহন করা একটি কালো ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো বাদামি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় নীল পলিথিনে রাখা ছিল। উপস্থিত স্বাক্ষীদের সামনে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
এসআই মহিউদ্দিন বলেন, এ ঘটনায় সমির গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button