অর্থনীতি

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি ট্রাম্পের, কমেছে শুল্ক

টাইমস ২৪ ডটনেট: জাপানের পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা উচ্চ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে দেশটি। এর মধ্য দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যে আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তির ফলে জাপানের অটোমোবাইল খাতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে যে দেশগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের এখনো চুক্তি হয়নি, তাদের ওপর আরোপ করা উচ্চ শুল্ক আগামী ১ আগস্ট কার্যকর হবে।মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি মাত্রই জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিটিতে স্বাক্ষর করলাম। এটি যুক্তরাষ্ট্রের জন্য খুব উত্তেজনাপূর্ণ একটি সময়। একইসঙ্গে এটি বিশেষ, কারণ জাপানের সঙ্গে আমরা সব সময় গভীর সম্পর্ক বজায় রাখতে পারব।জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দেশগুলোর বাণিজ্য আছে, তাদের সঙ্গে হওয়া চুক্তিগুলোর মধ্যে এটাতেই সবচেয়ে কম শুল্ক আরোপ করা হয়েছে

Related Articles

Back to top button