topভারত

পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়ার আয়োজন ভারতের

টাইমস ২৪ ডটনেট: ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজস্থানে পাকিস্তান সীমান্তেরকাছে সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। আগামীকাল ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই মহড়া।আর এতে অংশ নেবে সুখোই এসইউ-৩০, রাফায়েল, মিরেজ ২০০০-সহ ভারতীয় বিমানবাহিনীর অগ্রসর সব যুদ্ধবিমান। যুদ্ধবিমানের পাশাপাশি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ন সামরিক সরঞ্জামের কার্যকারিতাও পরীক্ষা করা হবে।


ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়া তাদের নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ। বিমান বাহিনীর এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে বলেন, “এটা পূর্ণাঙ্গ নয়, আংশিক মহড়া। বিমান বাহিনির ২টি অথবা ৩টি কমান্ড এই মহড়ায় অংশ নেবে। এ ধরনের মহড়া আমরা নিয়মিতই করে থাকি। এবারের মহড়া হবে রাজস্থানে আন্তর্জাতিক সীমান্তের কাছে।” “আমরা আগেই নোটাম (নোটিশ টু এয়ারম্যান) জারি করেছিলাম। সেখানে বলা হয়েছিল, মহড়া চলার সময় অর্থাৎ আগামী ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত কোনো বিদেশি সামরিক বা বেসামরিক বিমান যেন রাজস্থানের আকাশ ব্যবহার করা থেকে বিরত থাকে”, ইন্ডিয়া টুডেকে বলেন ওই কর্মকর্তা।


বিমান বাহিনীর আরেক কর্মকর্তা জানিয়েছেন, এই মহড়ার মূল লক্ষ্য ভারতীয় বিমান বাহিনীর রাত্রিকালীন অপারেশন পরিচালনার সক্ষমতা যাচাই। প্রঙ্গত, গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে মে মাসের প্রথম দিকে চার দিন সংঘাত চলেছে ভারত ও পাকিস্তানের বিমান বাহিনীর মধ্যে। সেই সংঘাতের আড়াই মাসের মাথায় পাকিস্তান সীমান্তের কাছে মহড়ার আয়োজন করেছে ভারত। ভারত ঐতিহাসিকভাবে সমরাস্ত্র ও সামরিক যানবাহনের জন্য রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। মহড়ায় যেসব বিমান অংশ নিচ্ছে— সবই রাশিয়া থেকে কেনা।

সূত্র : আরটি

Related Articles

Back to top button