
টাইমস ২৪ ডটনেট: গত ১২ জুন ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এতে ২৪২ আরোহীর মধ্যে একজন বাদে সবাই নিহত হন। লন্ডনগামী ওই বিমানটিতে ৫২ জন ব্রিটিশ নাগরিকও ছিলেন। যার মধ্যে ১২টি মরদেহ যুক্তরাজ্যে পাঠিয়েছে ভারত। তবে এগুলোর মধ্যে কিছু ভুল মরদেহ রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নিহত ব্রিটিশদের পরিবারদের প্রতিনিধিত্ব করা আইনজীবী জেমস হিলি প্র্যাট জানিয়েছেন, এমন ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পরিবারগুলো।
ভয়াবহ বিষয় হলো, এক পরিবার তাদের প্রিয়জনকে চিরবিদায় জানানোর সব প্রস্তুতি নিয়েছিল। এর আগ মুহূর্তে তারা জানতে পারেন, কফিনটিতে যে মরদেহ রয়েছে, সেটি আসলে তাদের প্রিয়জনের নয়। এরপর তারা অন্তোষ্টিটিক্রয়ার অনুষ্ঠান বাতিল করেন।সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আরেক ঘটনায় একই কফিনে দুজনের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। এতে করে ওই পরিবারকে ভোগান্তিতে পড়তে হয়। তারা তাদের আত্মীয়ের মরদেহ থেকে আরেকজনের দেহাবশেষ আলাদা করে এরপর সেটি সমাহিত করেন।বিমান দুর্ঘটনায় নিহত ব্রিটিশদের মরদেহ আসার পর সেগুলোর ডিএনএ যাচাই করেন লন্ডনের চিকিৎসক ফিয়োনা উইলকোক্স। এরপর তিনি সেগুলোর কয়েকটিতে অসঙ্গতি খুঁজে পান।ভারতে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ১২ জনের মরদেহ যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। অনেকের মরদেহ ভারতেই সমাহিত অথবা দাহ করা হয়েছে।
এদিকে দুইদিন পর যুক্তরাজ্যে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া এ দুজন মুক্ত বাণিজ্য চুক্তিও করবেন।বিমান দুর্ঘটনায় নিহত ওই স্বজনদের আইনজীবী দাবি করেছেন, মোদি আসার পর যেন প্রধানমন্ত্রী স্টার্মার ভুল মরদেহ পাঠানোর বিষয়টি তার কাছে উত্থাপন করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান।