বাংলাদেশ

চেয়ারম্যান এর ছবি ও ভুয়া নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা

টাইমস ২৪ ডটনেট :সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, একটি প্রতারক চক্র বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর মাননীয় চেয়ারম্যান স্যারের ছবি এবং একটি ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে।

বেবিচক কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সবাইকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর যোগাযোগ থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে।

এই ধরনের কোনো বার্তা বা ফোন কল পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হচ্ছে।

সকলকে বিভ্রান্তি থেকে বিরত থাকার এবং প্রতারণার শিকার না হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হচ্ছে।

 

Related Articles

Back to top button