
বেনাপোল থেকে মসিয়ার রহমান কাজল:যশোর-সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য সামগ্রী সহ ৪৯ জন চোরাকারবারী আটক।
মঙ্গলবার ২২জুলাই ২০২৫ বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি সদস্যরা চলতি বছরে গত সাত মাসে যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪৩,৬৮,১৭,১১৮/(তেতাল্লিশ কোটিআটষট্টি লক্ষ সতের হাজার একশত আঠার) টাকা মূল্যের স্বর্ণ, মাদক, আগ্নেয়াস্ত্র, বৈদেশিক মুদ্রা, ভারতীয় শাড়ী, থ্রীপিছ, কম্বল, কসমেটিক্স, নেশাজাতীয় ঔষধ,ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করেছে।
এ সময় ৪৯ জন চোরাকারবারীকে আটক করা হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, ৪৯ বিজিবি কর্তৃক চলতি বছরে জানুয়ারি হতে এ পর্যন্ত ৭৫৭২ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার, ০১ টি দেশী পিস্তল, ০৭ রাউন্ড গুলি,১৮৬২ বোতল বিদেশী মদ, ২৪.১২৫ লিটার দেশী মদ, ১৯৮ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন, ১৬ বোতল বিয়ার,১৭০৫২ পিচ নেশা জাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রীপিছ, কম্বল, কসমেটিক্স, ঔষধ, সামগ্রী ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করে।
অধিনায়ক আরো জানান ভারতের সাথে যশোর ব্যাটালিয়নের৭০ ২৭৪ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে।সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবি এর সদস্যরা। ভবিষ্যতেও বিজিবি’র এ অভিযান অব্যাহত থাকবে।