
মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাপের কামড়ে রেনু আক্তার (৩৩) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাক্তা ইউনিয়নের কালনাজানি গ্রামের মোড়ল বাড়ির আঃ জলিল মোড়ল ওরফে বেঙ্গা মোড়ল এর
পুত্রবধু, খোরশেদ আলমের স্ত্রী।
স্থানীয় বুলবুল হোসেন জানায়, রবিবার (২০ জুলাই) দুপুরে গরুর খাবার দেয়ার জন্য গোয়াল ঘরে গেলে তার পায়ে সাপে কামড় দিলে তাৎক্ষনিক সে অজ্ঞান হয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে গর্তখুড়ে সাপটিকে মেরে ফেলেছে স্থানীয়রা। নিহত গৃহবধু দুই সন্তানের জননী।