বাংলাদেশ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির জনসচেতনতামূলক সভা: মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী এবং দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

টাইমস ২৪ ডটনেট : *’বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’* বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিদেরকে আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী এবং দুস্থ নারীদেরকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।২১ জুলাই ২০২৫ তারিখ সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক অবৈধভাবে সীমান্ত পারাপার, মাদকদ্রব্যের কুফল, মাইন বিস্ফোরণ প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। অধিনায়ক বলেন, বিজিবি দেশের অখন্ডতা রক্ষা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিজিবি সীমান্তে মাদক পাচার রোধেও সর্বদা তৎপর রয়েছে এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে। স্থানীয় জনগণের যেকোনো সমস্যা ও সংকট মোকাবেলায়ও বিজিবি পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

পরবর্তীতে বিজিবি অধিনায়ক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ, দরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং সাম্প্রতিককালে মাইন বিস্ফোরণে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button