বাংলাদেশ

ইসলামী আন্দোলন-জামায়াত দলের ভোটের বক্স একটিই হবে- সংসদ সদস্য প্রার্থী কামাল

মীর সাজু, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা)আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ.এম.এম.কামাল উদ্দিন বলেছেন, একটু অপেক্ষা করুণ ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী দলের ভোটের বক্স একটাই হবে। গত সোমবার সন্ধ্যায় ভোলার চরফ্যাশন হোটেল মারুফ ইন্টারন্যাশনালে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভাকালে প্রফেসর কামাল উদ্দিন একথা বলেন।
ইসলামী আন্দোলন মনোনীতি প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন সাংবাদিকদেরকে এক প্রশ্নের জব্বাবে বলেন, ভোলা ৪আসনে আন্তর্জাতিক ট্যুরিজম স্পর্ট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা, চিকিৎসাসহ মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
প্রফেসর কামাল উদ্দিন বলেন, ভোলা ধর্মভিরু এলাকা হিসেবে এখানকার মানুষ ইসলামকে,দিনকে ভালবাসে তাই মানুষ আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে বিজয় করবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন নেতা কামাল উদ্দিন বলেন, সাংবাদিকেরা দেশের জন্য কাজ করে অথচ তাদের বেতন নেই, ব্যক্তির কাছে তাকাতে হয়, সরকার সংবাদকর্মীদের ফি’র ব্যবস্থা করতে হবে।
কামাল আরো বলেন, চরমোনাইয়ে মোজাহিদরা,নিজেরা পাগরি মাজা বেঁেধ কাজ শুর করেন।তাদের মত দক্ষ জনবল আর কোথায় নেই।
মতবিনিময় সভা ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সহসভাপতি মাও.আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মাও. আব্বাস উদ্দিন বক্তৃতা ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী কামাল উদ্দিনের ভুয়াসি প্রশংসা করেন। ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখার উপদেষ্টা আলাউদ্দিন তালূকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি মহিউদ্দিন,ইসলামী শ্রমিক আন্দোলন,সেক্রেটারী মাকসুদ,যুগ্ন সাধারন সম্পাদক সেলিম সিকদার,মাও ইমদাদ,ইলিয়াছ ও মাস্টার আবু সায়েমসহ ইসলামী আন্দোলনের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button