
মীরসাজু৷ চরফ্যাশন থেকে: ১৮ জুলাই রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে শুরু করে একটানা বিকালসারেচার ঘটিকা পর্যন্ত চরফ্যাশন বাজারে,জটিকা অভিযান চালান। ভোলা জেলাকোস্ট ঘাট ও চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার। তারা অভিযান চালিয়ে চরফ্যাশন, বাজারের ৫ থেকে ৬ জন পলিথিন ব্যবসায়ী ও পাঁচজন জাল ব্যবসায়ীর ঘর থেকে তালা ভেঙ্গে। প্রায় ১৫ থেকে 16 টান নিষিদ্ধ পলিথিন ও জাল জব্দ করেন। জালের মধ্যে কারেন্ট জাল পকেট জাল জুয়াচুরি রিং জাল বিভিন্ন প্রকার পলিথিন জব্দ,করা হয় এই সমস্ত জব্দ করা মালামাল গুলো তাৎক্ষণিকভাবে গাড়িতে করে ভোলা সদরে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে কোস্ট গার্ড মিডিয়া,সেল
কর্মকর্তার সাথে যোগাযোগ করলে।
তিনি সাংবাদিকদের কে জানান, আমরা এই সমস্ত জব্দকৃত অবৈধ পলিথিন ও জাল ভোলা নিয়ে মেপে, কতগুলো হয় আপনাদেরকে জানাবো।
এবং এই সমস্ত পলিথিন ওজাল পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করে, কুচি কুচি করে কেটে আমরা নষ্ট করে দেব। যেন, কোনভাবেই এগুলো বাজারে না আসতে পারে, এবং পরিবেশ দূষিত না করতে পারে, উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের কে বলেন এই অভিযান আমাদের চলমান থাকবে, ভবিষ্যতে কোন ব্যবসায়ী যেন এই ধরনের অবৈধ মালামাল বিক্রি না করতে পারে। পরিশেষে সকলকে আবারো সাবধানতার সাথে এই সমস্ত অবৈধ পলিথিন জাল বিক্রি না করার আহ্বান জানান। এ ব্যাপারে বাজারের ব্যবসায় সমিতির, দায়িত্বে থাকা কর্ম কর্তা, জনাব টিপু মিয়া বলেন, আমাদের বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের,অপূরণীয় ক্ষতি হয়ে গেছে যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
পলিথিন ও জাল যদি উৎপাদন বন্ধ করতে পারে তাহলে তো আমরা আর কিনতে পারবো না কিন্তু ।চরফ্যাশন বাজারেরও সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করে জানান আমরা ক্ষুদে ব্যবসায়ী আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে গিয়েছে বর্তমানে পথে বসা ছাড়া আর কোন উপায় নাই সরকার যদি এই সমস্ত অবৈধ ও বাঁধন বন্ধ করে দেতন তাহলে ভালো হয় আমাদের কাছে ক্রেতারা এসে এগুলো খোঁজ করেন বিদায় আমরা টাকা দিয়ে এনে বিক্রি করি আমাদের কি অপরাধ।এই ব্যাপারে চরফ্যাশন বাজার, ব্যবসায় সমিতির দায়িত্বগত কর্মকর্তা জনাব টিপু মিয়া সাংবাদিকদেরকে বলেন আমাদের বাজারে, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে জটিকা অভিযান,আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার অবৈধ, জাল ও পলিথিন,মালামাল জব্দ করে নিয়ে যায়।