বাংলাদেশ

গোপালগঞ্জে এনসিপির উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা এনসিপি নেতৃবৃন্দ।

দলটির মার্চ টু জুলাই ‘পদযাত্রা’ কর্মসূচির ধারাবাহিকতায় ১৬ জুলাই গোপালগঞ্জে আয়োজিত জনসভা শেষে এনসিপি নেতাকর্মীদের উপর ‘নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের’ সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় বইছে। এরই প্রেক্ষিতে ১৭ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলার ট্যাংকের পাড় এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কুমারশীল মোড় হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুল হক লিটন এবং সঞ্চালনা করেন জেলার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ জিহান।

বক্তব্য রাখেন জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এস. এম. মহিউদ্দিন খান।

এছাড়াও বক্তব্য রাখেন—সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আক্কাস মীর, বিজয়নগর উপজেলা প্রধান আমিনুল হক চৌধুরী, ছাত্র প্রতিনিধি আজবিন ও রিফাদুল ইসলাম, কওমি মাদ্রাসা প্রতিনিধি বেল্লাল হোসেন,নারী নেত্রী ও যুদ্ধা প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস, হেফাজতে ইসলামের জেলা দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, নবীনগরের ছানাউল্লা খান, সরাইল প্রতিনিধি বিনি আমিন, আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ডালিম, কসবা প্রতিনিধি তানভীর আজমিন, জাতীয় ছাত্র সংসদের প্রতিনিধি তাজুল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি বলেও উল্লেখ করেন।

Related Articles

Back to top button