বাংলাদেশ

কাদের সিদ্দিকীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

টাইমস ২৪ ডটনেট :১৯৯০ সালে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের নয়নপুর গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় পারিবারিক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয় কচি-কাঁচা একাডেমি, যার অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।তাঁরই নেতৃত্বে পর্যায়ক্রমে গড়ে উঠেছে নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি।

সোমবার ১৪ জুলাই ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি, কচি কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এতিমের সম্পদ দখল, অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতি করে কমিটি দাখিলের বিরুদ্ধে দখলবাজ কাদের সিদ্দিকী গং-এর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়।

গত ৪ মার্চ ২০২৩ তারিখ ইকবাল সিদ্দিকীর মৃত্যু বরণ করে। এর ২ দিন পর অত্যন্ত সুকৌশলে শোকাহত পরিবারের স্পর্শকাতর সময়ে তার কিছু সহযোগীর যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে আব্দুল কাদের সিদ্দিকী নিজেকে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির স্বঘোষিত সভাপতি ঘোষণা করেন।

অত্যন্ত দুঃখের বিষয় এই যে, ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর থেকে জনাব কাদের সিদ্দিকীর ইকবাল সিদ্দিকী এবং ইকবাল সিদ্দিকীর উত্তরাধিকারদের সম্পত্তির ওপর নজর পড়ে। এমনকি বৈধ দলিল ও নামজারি থাকা সত্ত্বেও ইকবাল সিদ্দিকীর একমাত্র সন্তান মাটি সিদ্দিকীকে বাবার সম্পত্তির প্রমাণ দিতে বলে।
ইকবাল সিদ্দিকীর গাড়ি আমাকে ব্যবহার মাটিকে বাধা প্রদান করা হয়। বাড়িভাড়া উত্তোলণ করে মৃত বাবা যে ঋণের কিস্তি পরিশোধ করত, সেটাও বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানের অভ্যন্তরে মূল ভবনসহ বেশিভাগ সম্পত্তি পারিবারিক ও ব্যক্তি মালিকানাধীন।

মাটি সিদ্দিকী বর্তমানে লেখাপড়ার জন্য স্কলারশিপ নিয়ে লন্ডন আছে। মেয়ের অনুপস্থিতিতে তার সমস্ত দায়িত্ব মেয়ের মা এবং চাচা-ফুফু পালন করছে।

কাদের সিদ্দিকী, আব্দুর রহমান, সিরাজুল হক, এস এম মিজানুর রহমান, আতিক গং এর নানা রকম অন্যায় ও অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

মাটি এখন এতিম, সেই মেয়ের সম্পদ দখল ও বাড়িঘর ভাঙচুরের অপচেষ্টা করায় আব্দুর রহমান, সিরাজুল হক, মিজানুর রহমান, আতিকুর রহমান গং-এর বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর আদালতে ১৪৫ ধারায় একটি মামলা চলমান রয়েছে যাহা এসি ল্যান্ড কর্তৃক দখলীয় প্রতিবেদন আমাদের পক্ষে এসেছে এবং অর্থ আত্মসাতের অভিযোগে কাদের সিদ্দিকীসহ অন্যান্যদের বিবাদী করে সিআর মামলা চলমান রয়েছে। তবে তদন্ত সংস্থা এই প্রতাপশালী ব্যক্তিবর্গের বিরুদ্ধে সঠিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে কি না এই ব্যাপারে আশঙ্ককায় আছে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি ও পরিবারবর্গ।

Related Articles

Back to top button