বাংলাদেশ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে সমাবেশ

টাইমস ২৪ ডটনেট :বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার্স ফোরাম ও এমপ্লয়ীজ ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদী পদক্ষেপ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মূলত গত ৯ই জুলাই একটি ঘটনার পর থেকে ১১ই জুলাই শুক্রবার জুমার নামাজের পর থেকে ইন্টারনেটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও অপপ্রচার ছড়ানো শুরু হয়। ফলস্বরূপ সারাদেশে একযোগে এর নিন্দার ঝড় উঠেছে, এরই ধারাবাহিকতায়।
বুধবার ১৬ জুলাই দুপুরে ব্যাংক ভবনের সামনে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এইসময় বক্তব্য রাখেন অফিসার্স ফোরামের প্রধান সমন্বয়ক ডিজিএম জাহিদ হোসেন, সমন্বয়ক ডিজিএম সৈয়দ লেয়াকত হোসেন, ডিজিএম সোহরাব জাকির এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ অন্যান্যরা।
বক্তারা তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে সকল কুরুচিপূর্ণ বক্তব্য ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান। এসময় জুলাই গণহত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
সামাবেশে থেকে সরকারের কাছে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তিকে হুঁশিয়ারি করে বলেন, এই ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে তারেক রহমানের চরিত্র হননের চেষ্টা করছে এবং রাজনৈতিক হয়রানি করছে।
এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সকল জাতীয়তাবাদী মনাদের সাথে নিয়ে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

Related Articles

Back to top button