বাংলাদেশ

সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে -এ.কে.এম. আব্দুল্লাহ

মো. আ. জব্বার : হাজী ফরিদ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ.কে.এম. আব্দুল্লাহ বলেন, শিক্ষা মানুষের জীবনে অপরিহার্য। তাই, তোমাদের প্রত্যেককে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষার মাধ্যমে তোমরা জ্ঞান অর্জন করবে, যা তোমাদের জীবনকে আলোকিত করবে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ঘটিকায় বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি বি‌শিষ্ট ব‌্যবসায়ী এ.কে.এম. আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্যে এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি আরও বলেন, তোমরা শুধু পুঁথিগত বিদ্যায় জ্ঞান অর্জন করবে না, সাথে সাথে নৈতিক এবং মানবিক গুণাবলীও অর্জন করবে। ভালো মানুষ হয়ে উঠবে, তোমাদেরকে সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। তোমরা আত্মবিশ্বাসী হও, কঠোর পরিশ্রম করো এবং কখনোই হতাশ হয়ো না।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ‌্য অ‌ধিদপ্ত‌রের সা‌বেক প‌রিচালক, বাংলা‌দেশ জাতীয়তাবাদী মু‌ক্তি‌যোদ্ধা দল ফুলবাড়ীয়া উপ‌জেলা শাখার সদস‌্য অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব ডা: মো: আব্দুল কুদ্দুস (বীরমু‌ক্তি‌যোদ্ধা), বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান চৌধুরী প্রমূখ। পরে তিনি সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা সহ বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে শিক্ষক/কর্মচারীদের সাথে এক সভায় মিলিত হন।

Related Articles

Back to top button