
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় আলোচিত মা ও দুই শিশু হত্যাকাণ্ড মামলার প্রধান সন্দেহভাজন আসামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ জুলাই মঙ্গলবার বিকেল ৫ টারদিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানার এসআই আমিনুল ইসলামসহ তার একটি বিশেষ টিম। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির জানান, হত্যাকান্ডের পর থেকেই নজরুল ইসলাম পলাতক ছিল। তাকে ধরতে পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে ময়মনসিংহ, গাজীপুরসহ আশপাশের জেলা উপজেলায় অভিযান চালায়। অবশেষে মঙ্গলবার জয়দেবপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।পুলিশ নজরুলকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনারদিন গত সোমবার ১৪ জুলাই সকালে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড খারুয়ালী এলকার একটি ভাড়া বাসায় নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার বড় ভাইয়ের স্ত্রী ময়না বেগম (২৫), ভাতিজি রাইসা (৭),ও ভাতিজা নিরব (২) কে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।