
টাইমস ২৪ ডটনেট :বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মধ্যে বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে ধারণা তৈরি, অর্থনৈতিক সমস্যার সমাধান ও দক্ষ নেতৃত্ব গঠনে উদ্ভুদ্ধ করতে অর্থনীতির নানা বিষয় নিয়ে আগামী ২০ জুলাই থেকে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড (আইইও) ২০২৫। বিশ্বের প্রায় ৬৩ টি দেশের জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড বিজয়ীদের নিয়ে দশ দিনব্যাপী আয়োজিত এই বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বুধবার ১৬ জুলাই জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এই উপলক্ষে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড এর কার্যনির্বাহী কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এই প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে সেরা ৫ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। এবারের প্রতিযোগিরা হচ্ছেন, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের ফাবিহা মুস্তাকিমা নিহা, একাডেমিয়া স্কুলের আফফান চৌধুরী, মাষ্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রান্ত ঘোষ, শাওহারদো স্বপন সিংঘা, সুহা আহসান, নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড এর কার্যনির্বাহী কমিটি সভাপতি আল আমিন পারভেজে।
বাংলাদেশের ইকোনমিকস অলিম্পিয়াড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো. মানসুরুল হক এবারের প্রস্তুতি সম্পর্কে বলেন, আমরা প্রায় সহস্রাধিক প্রতিযোগিদের মধ্যে থেকে মেধার সর্বোচ্চ যাচাই বাছাইয়ের মাধ্যমে সেরা ৫ জন নির্বাচন করেছি, আমরা আশা করছি তারা প্রতিবছরের মত এবছরেও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশর মুখ উজ্জ্বল করবে।
এসময়ে বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডের চেয়াম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের কাছে দেশের অর্থনীতিতে ইকোনমিকস অলিম্পিয়াড এর গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন, যার মাধ্যমে আমরা অর্থনৈতিক সচেতনতা, দায়িত্বশীল সিদ্ধান্তগ্রহণ এবং নেতৃত্ব গঠনের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।
স্বর্ণ জয়ের লক্ষ্যে তাদের এই অংশগ্রহণ বাংলাদেশকে গৌরবাম্বিত করবে বলে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড বিজয়ী দল জানান।