topআন্তর্জাতিক

ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র

টাইমস ২৪ ডটনেট: আবারও ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে তিনি এ কথা জানান। প্রতিরক্ষা ব্যবস্থাটির ঠিক কয়টি ইউনিট কিয়েভকে দেয়া হবে, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন। তবে সামরিক সহায়তাটি বিনামূল্যের নয় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর জন্য মূল্য পরিশোধ করতে হবে জেলেনস্কি প্রশাসনকে।


এর আগে, ২০২২ সালেও ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যা ২০২৩ সালে সরবরাহ করা হয়। এছাড়াও, মার্কিন সামরিক বাহিনীর দূরপাল্লার রকেট লঞ্চার হাইমার্সও দেয়া হয় জেলেনস্কি বাহিনীকে।

Related Articles

Back to top button