বাংলাদেশ

খিলক্ষেতে ২৫ লিটার চোলাই মদ সহ দুই মাদক কারবারি গ্রেফতার

এস.এম.নাহিদ :রাজধানীর খিলক্ষেত থানার অন্তর্গত পাতিরা এলাকা থেকে ২৫ লিটার দেশীয় বাংলা চোলাই মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।গ্রেফতারকৃত একজন পাতিরা মসজিদ পাড়া আমানুরের ছেলে সাকিব বাবু ওরফে কানা বাবু এবং অন্যজন ডুমনী নয়াপাড়ার সাহাজ উদ্দীনের ছেলে সাব্বির মিয়া।

সূত্রে জানা যায়,দীর্ঘদিন থেকে এরা এলাকায় লোহার রড,বাসাবাড়ির নানা আসবাবপত্র চুরি করা সহ সাব্বিরের ভাঙারী ব্যাবসার আড়ালে এই চোলাই মদের ব্যাবসা করে আসছিলো।এদের বিরুদ্ধে ৩০০ফিট সীমানা প্রাচীর ভেঙে রড চুরি সহ বিভিন্ন প্রোজেক্ট থেকে লোহার রড চুরি করে বিক্রি করার অভিযোগ রয়েছে।সোমবার (১৪ই জুলাই) খিলক্ষেত থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় সকাল আনু:৬টায় পাতিরা বালুর মাঠের পাশে কামালের চায়ের দোকানের সামনে থেকে বস্থায় ভরা ২৫ লিটার দেশীয় বাংলা চোলাই মদ সহ সাকিব বাবু ওরফে কানা বাবু ও সাব্বির মিয়াকে হাতেনাতে আটক করে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আশিকুর দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে খিলক্ষেত থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ২৪ এর(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-০৯।

Related Articles

Back to top button