
টাইমস২৪ ডটনেট :শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন।
সোমবার বেলা ৩ টার দিকে কৃষি ব্যাংক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে, মতিঝিল বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি ব্যাংক ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
এইসময় মিছিলে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে সমাবেশ। ‘জিয়ার সৈনিক এক হোও এক হোও লড়াই করো, দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার, তারেক রহমানের বিরুদ্ধে অপবাদ সৈহ্য করা হবে না, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ কর করতে হবে।
রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার, স্বৈরাচার গেছে যেই পথে রাজাকার যাবে সেই পথে, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বাংলাদেশের অপর নাম, জিয়া উর রহমান ইত্যাদি স্লোগান দেন।