বাংলাদেশ

ওয়াসার শাহিন খানের চাকুরীতে যোগদানের দাবি

সংবাদ সম্মেলন

টাইমস ২৪ ডটনেট :বৈষম্যমের শিকার ঢাকা ওয়াসার কর্মচারীগণ সোমবার ১৪ জুলাই রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে ওয়াসা এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি, এলডি এ কাম ডাটা এন্ট্রি অপারেটর (দায়িত্ব প্রাপ্ত রাজস্ব পরিদর্শক) মোঃ আনিসুজ্জামান শাহীন খানের চাকুরীতে পুনবর্হালের দাবি উত্থাপন করে।
গত ১৪ জুন ২০১৮ তারিখে শাহীন খান ছুটিতে বাড়িতে থাকা কালীন সময়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, বিষয়ের প্রেক্ষিতে তিনি শ্রম আদালতে মামলা করেন। ঐ বছরই ৫ নভেম্বর সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে রায় দেয় আদালত, রায়ের বিরুদ্ধে ওয়াসা আপিল করে এবং ওয়াসা হেরে যায়। তার পক্ষে ১৩ মার্চ ২০২৪ তারিখে পুর্ণাঙ্গ রায় প্রকাশ করে।
শাহীন খান ২০ মার্চ ২০২০ তারিখ থেকে অদ্যাবধি ৫ বার যোগদানপত্র দাখিল করলেও বারবার ওয়াসা প্রশাসন থেকে যোগদানপত্র গায়েব করে দেয়া হয়।
তৎকালীন এমডি সহিদ উদ্দিন, সাবেক তএমডি তাসকিন আহমেদের সেকেন্ড ইন কমান্ড হওয়ায় তার বিরুদ্ধে শাহীন খান আদালতে রিট পিটিশন দায়ের করেন এই প্রেক্ষিতে আদালত রোল জারি করে সহিদ উদ্দিনকে এমডি পদ থেকে অব্যাহতি দেন।
শাহীন খান সম্মেলনে বলেন, তাসকিন আহমেদের বিরুদ্ধে লেবার কোর্ট ও উচ্চ আদালত অবমাননার নজির রয়েছে। এখন পর্যন্ত ওয়াসার সকল কার্যক্রমে তাসকিনের দোসরা বহাল তবিয়তে আছে বিধায় এখন পর্যন্ত আমার যোগদান হচ্ছে না।
আমরা নির্বাচিত সিবিএ হওয়া সত্ত্বেও আমরা ওয়াসাতে প্রবেশ করতে পারছি না, অপরদিকে জাতীয়তাবাদী শ্রমিক এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যানারে যারা সভাপতি সেক্রেটারি আছেন তারা আওয়ামী লীগের সকল সুবিধা প্রাপ্ত ব্যাক্তি, এবিষয়ে উচ্চ আদালতে ১ নভেম্বর ২০১৮ তারিখে উচ্চ আদালতে জাতীয়তাবাদী শ্রমিক এমপ্লয়ীজ এর বিরুদ্ধে বিচার চলমান বিদায় তাদের কোন কমিটি নাই। অথচ তারাই আজ ক্ষমতা ও দাপটের সাথে ওয়াসা নিয়ন্ত্রণ করে চলেছে।

Related Articles

Back to top button