
মো. আ. জব্বার : ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভাবনীয় ফলাফল অর্জন করে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর নামাপাড়া খাতামুন্নাবিয়ীন মহিলা দাখিল মাদ্রাসা।
এ বছর দাখিল পরীক্ষায় ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৩ জন। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা হলেন তারান্নুম তাসনোভা, সাইয়েদা তাশরিয়া ও রাইশা আক্তার।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসার সুপার মাওঃ মোহাম্মদ আলী।
ফলাফল ঘোষণার পর আনন্দ উৎসবে মেতে উঠেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
জানা যায়, ১৯৯২ সালে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠার করেন আলহাজ্ব আব্দুল হক মাস্টার সহ স্থানীয় শিক্ষানুরাগীরা। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পাবলিক পরীক্ষায় সাফল্যের নজির অক্ষুণ্ন রেখেছে।
জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী তারান্নুম তাসনোভা বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও দিক নির্দেশনার কারণে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। বিশেষ ক্লাসের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। যেসব শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসে দুর্বল তাদেরকে আলাদা নজরদারিসহ নিয়মিত হোম ভিজিট করেন স্যারেরা।
মাদ্রাসার সুপার মাওঃ মোহাম্মদ আলী বলেন, আমি মনেকরি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূলমন্ত্র। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্ঠায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে পারবো- ইনশাল্লাহ।