বাংলাদেশ

বেনাপোলে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে

মসিয়ার রহমান কাজল,বেনাপোল থেকে : বেনাপোল পৌর শাখা কমিটির বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১জুলাই)সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় এলাকায় আল আরাফা ইসলামিক স্কলারস স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর জামায়াতের আমির মাওলানা মো: আব্দুল জলিলের সভাপতিত্বে ও আলহাজ্ব নূরুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের মাধ্যমেই আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।” তিনি কর্মীদের ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দিকনির্দেশনা দেন এবং সামাজিক ও নৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি ফারুক হাসান আমির,শার্শা। ইউসুফ আলী সেক্রেটারি বেনাপোল,বেনাপোলের বিশিষ্ট ব্যবসাশী মতিয়ার রহমান,জেলা সহকারী সেক্রেটারি ফারুক হাসান আমির,শার্শা প্রমূখ।

অনুষ্টানে বেনাপোল পোট থানাশাখাওপৌর শাখা কমিটির সকল দায়ীত্বশীল সহ পৌর সভার ৯টি ওয়াডের সভাপতি,সেক্রেটারি সহ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button