বাংলাদেশ

১২ জুলাই, গণতান্ত্রিক রাষ্ট্রপরিষদের পক্ষ থেকে ৩০ জুলাই বা এই আগত দশ-অন্নাগানের ১০ বর্ষপূর্তী উপলক্ষে আপনদের নাই সামী অভিনন্দন

টাইমস ২৪ ডটনেট :স্বাধীনতার ৫৩ বৎসর পর বাঙ্গালী জাতীর আশা আকাঙ্ক্ষার স্বাদ এখানো পুরণ হলো না। এই দেশ বার বার বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠি দ্বারা শাধিত হ্যাজ। ছাত্র অনভায় আন্দোলনের ফসল ‘৯০’ এর গণ-অভ্যুধান কেয়ার টেকার সরকার গঠন করা, নির্বাচন করা ও সরকার গঠন করা, তিন দলীয় গুপ-রেদা ইত্যাদী গুরুত্বপূর্ণ বিষয়গুল্যে জাতীর সামনে আসলো এবং জনগণকে আশ্বস্ত করা হলো কিন্তু বাস্তবে ফলাফল হলো ভিন্ন। দলগুলো ক্ষমতায় এসে নিজেদের মতো করে কাজ করলো, ধীরে ধীরে সবাই একনায়কতন্ত্র বা ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো শুরু করলো, যার পরিপ্রেক্ষিতে ৩৬ জুলাই বা ৫ই আগষ্ট কোটা আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান হয়ে গেলো। হাজারো ছাত্র জনতা, শ্রমিকের জীবনের বিনিময়ে, ৩০ হাজার মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে এই আগষ্টের ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে কিন্তু আমরা জনগণ শংকায় আছি, সংস্কার, গণতন্ত্র ও জনমুক্তি কি হবে?

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ, জনগণের ভয়েজ হিসেবে কাজ করে যাচ্ছে, আমরা জনগণ, পরিবর্তন চাই, ২০ কোটি মানুষের সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা আমাদের দাবী। রাজনৈতিক দল জনতায় আসবে, দেশ চালাবে সেটা দলীয় অধিকার ও রাজনৈতিক অধিকার কিন্তু আমরা জনগন, চাই আমাদের মৌলিক অধিকার, বারে বারে আমরা প্রতারিত হতে চাই না।

গণ-অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তী এবং ভবিষ্যত গনতন্ত্রের যাত্রায় শতভাগ মানুষের ভোটের অধিকারের মাধ্যমে নতুন গণতন্ত্র যাত্রা শুভ হোক, সফল হোক।

Related Articles

Back to top button