
মীর সাজু, চরফ্যাশন(ভোলা) থেকে:ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলমের নেতৃত্বকে আরও সুসংহত ও শক্তিশালী করতে এবং চরফ্যাশন উপজেলা শ্রমিক দলকে আরও গতিশীল করতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন সদরে উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ ও পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরু সাজির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়ার মতো।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে বিএনপি। সাবেক তিনবারের সংসদ সদস্য ও ত্যাগী রাজনীতিবিদ নাজিম উদ্দীন আলমের সুদক্ষ নেতৃত্বে চরফ্যাশন-মনপুরা এখন বিএনপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে আসা এই সাহসী নেতাকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। শ্রমিক দল অতীতেও তাঁর পাশে ছিল, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে একসাথে থাকবে—ইনশাআল্লাহ।”
এসময় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর শ্রমিক দলের দপ্তর সম্পাদক মীর আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল মুন্সিসহ আরো অনেকেউপস্থিত ছিলেন।