বিনোদন

খুশির পোশাকের ছোট্ট পুতুল ঘুরিয়ে দিলো নজর, বিতর্কে অভিনেত্রী

টাইমস ২৪ ডটনেট: খোলামেলা ও অদ্ভুত সব ফ্যাশনের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন ভারতীয় বাঙালি অভিনেত্রী খুশি মুখার্জি। অনেক সময় রাস্তাঘাটে একরকম পোশাক ছাড়াই দেখা যায় তাকে! দিন কয়েক আগে যেমন অন্তর্বাস না পরেই বিতর্ক তৈরি করেছিলেন ব্যাপক; ‘অশ্লীল’ এবং ‘নির্লজ্জ’ বলেও দাগিয়েছিলেন অনেকে। এবারও এক অদ্ভুত পোশাক পরে বিতর্কে এলেন খুশি; যার নেপথ্যে একটি পুতুল!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খুশির একটি ভিডিও, যেখানে তাকে দেখা গেছে পাপারাজ্জিদের সামনে পোজ দিতে। তার পরনে ছিল ফ্যাশনেবল কাটের প্যান্ট ও একটি কালো টিউব টপ। যা থেকে আংশিকভাবে দৃশ্যমান ছিল তার বক্ষযুগল। তবে যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, তা হলো তার প্যান্টে ঝুলে থাকা একটি ছোট পুতুল; যা রীতিমতো নজর ঘুরিয়ে দেয় নেটিজেনদের।ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে ওই পুতুলটি উল্টে ছিল, পরে সেটি ঘুরে সোজা হয়ে গেলে আবার পোজ দেন অভিনেত্রী। আর ভিডিও ভাইরাল হতেই শুরু হয় নানা মন্তব্য ও প্রতিক্রিয়া।
একজনের মন্তব্য ছিল, ‘এই ধরনের পোশাকে রাস্তায় বের হওয়ার মানে কী?’ আবার কেউ লিখেছেন, ‘আপনার আত্মবিশ্বাস এবং সাহস সত্যিই প্রশংসনীয়।’ আরেক নেটিজেন প্রশ্ন তোলেন, ‘প্যান্টের এমন জায়গায় ওই পুতুলটি রাখার উদ্দেশ্য কী?’তবে এসব নিয়ে এখনও পর্যন্ত খুশি মুখার্জির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

Related Articles

Back to top button