
টাইমস ২৪ ডটনেট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির নির্দেশ দিয়েছেন। এটি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির একটি অংশ।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করা। সারাদেশে দলের নেতাকর্মীরা বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করছেন। বিশেষ করে বিদ্যালয়, রাস্তার দু’পাশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে।
বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে, শনিবার ৫ জুলাই বিকাল ৩ ঘটিকায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠী জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ঝালকাঠি -১ ‘রাজাপুর-কাঠালিয়া’ আসনের গনমানুষের নেতা জননন্দিত জননেতা গোলাম আজম সৈকত।
অনুষ্ঠানে তিনি গাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্ভোধন করে।
এইসময় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান আকন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫ নং শোলজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ফুল, ছাত্রদল কাঠালিয়া উপজেলার আহবায়ক কমিটির নেতা হেলাল জোমাদ্দার , কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সিয়াম হোসেন , কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক খালেদ মাহমুদ অন্তর,সিনিয়র সহসভাপতি হাসিবুর প্রমুখ।