বাংলাদেশ

চরফ্যাশনে জমির বায়নার টাকা ফেরত চাইতে গিয়ে লাঞ্ছিত

চরফ্যাসন প্রতিনিধি: গত ৩,৭, ২০২৫, রোজ শনিবার, আনুমানিক ৬:৩০ মিনিটের সময়, চরফ্যাশনে পৌর ৮ নং ওয়ার্ডের আব্দুর রব মিশার। বাড়িতে এই ঘটনা ঘটে। এলাকা সূত্রে জানা যায় যে বিগত।দুই বছর আগে একে এলাকার মোহাম্মদ আলমগীর হোসেন আব্দুর রব, এর ওয়ারিশদের থেকে জমি ক্রয় করার জন্য চার লক্ষ টাকা বায়না চুক্তি করেন, আব্দুর রব মিয়ার ওয়ারিশেরা জমে না দিতে পেরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে আলমগীরের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক তাৎক্ষণিকভাবে আলমগীরকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ফেরত দেওয়া হয়। বাকি ২ লক্ষ ৭০ হাজার টাকা পরে দেবেন বলে অঙ্গীকার করেন। সময় মত আলমগীরের টাকা ফেরত দিতে না পারায়।তাদের কাছে টাকা ফেরত চাইলে তাহারা তাদের বাড়িতে আসার জন্য বলেন। আলমগীর, তাদের বাড়িতে গেলে উল্টো আলমগীরকে এলোপাতাড়ি মারধর করেন। উপায়, অন্তর না পেয়ে একপর্যায়ে জীবন বাঁচানোর তাগিদে আলমগীর তার ভাই সহ খালে ঝাঁপ দেন, সেখান থেকে উঠে এসে ডাক,চিৎকার শুরু করলে আরো লোকজন এসে উপস্থিত হয়। এবং উভয়পক্ষ মারামারি হয় একপর্যায়ে আব্দুরগং,ওয়ারিশেরা তাহাদের নিজেদের ঘরের আসবাবপত্র ওজানালার থাই গেলাস । নিজেরাই, ভাঙচুর করে, আলমগীরকে ফাঁসানোর জন্য তাণ্ডব লীলা চালান। অভিযোগ করেন আলমগীর নিজে। এলাকা সূত্রে জানা যায় আব্দুর র, ছেলে,মোস্তফা সাজি, যুবলীগের নেতা, গত পৌরসভা নির্বাচনে তিনি ৮ নং ওয়ার্ডের কমিশনার পদে নির্বাচন করেছেন । আওয়ামী লীগের দাপট দেখিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।বিগত কয়েক বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শামীম হত্যার মামলার আসামিও ছিলেন তিনি। বলেন আলমগীর। অসহায় আলমগীর আরো জানান আমার বায় নার, টাকা না দিয়ে উল্টো আমাদের কে হারানি করার জন্য বিভিন্ন মিডিয়ায়, পত্র-পত্রিকায় আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ ছাপানো হয়েছে আমি এই ঘটনার সাথে মোটো জড়িত নয়।

Related Articles

Back to top button