
মীর সাজু ভোলা থেকে : চরফ্যাশন পৌরসভা ৬নম্বার ওয়াড রিপন গংদের ভোগ দখলি ৮শতাংশ জমি হারুন গংরা জোড়পূর্বক দখল করার চেষ্ঠায় নির্মাণাধীন ঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে রিপন বাদী হয়ে হারুন গংদের বিরুদ্ধে,জমি দখল,ঘর ভাংচুর করে মালামাল লুটপাঠের অভিযোগ এনে চরফ্যাশন থানা একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে শান্তি শৃংখলার স্বার্থে উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে বসে ফয়সালার সিদ্ধান্ত দেয়। বিবাদী পক্ষ হারুন গংরা পুলিশের কোন কথাই কর্ণপাত করেনি। চরফ্যাশন থানা এসআই আঃ সালাম বলেন,বিরোধী জমিতে ফয়সালা না হওয়া পর্যন্ত কোন পক্ষই কাজ করতে পারবে না। আদালতের মাধ্যমে যার কাগজপত্র আছে সে জমি ভোগ দখল করবে।
রিপন অভিযোগ করে বলেন, ২০১১সালে মোঃ রফিকুল ইসলামের কাছ ৩৮২৩/৪৮০৯ নং দাগে, ৩০৮৩ নং খতিয়ানে ৮শতাংশ জমি ক্রয় করি। যার দলিল নং ৩৪৭৮। উক্ত জমিতে ডেগারেটরের মালামাল রাখার একটি ঘর নির্মাণ করি। হারুন গংরা ওই জমি জোড়পূর্বক দখল নিতে ঘরটি ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। আমি তাৎক্ষনিক চরফ্যাশন থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বাঁধা দেয়।
রিপন আরো অভিযোগ করে বলেন,হারুন গংদের জমির কোন কাগজপত্র নেই,জোড়পূর্বক ভয়ভিত্তি দেখিয়ে ভোগ দখলের চেষ্টা করছে। হারুন গংরা কোন আইন আদালত মানছে না। যে কোন মুহুত্বে জোড়পূর্বক উক্ত জমিতে ঘর নির্মাণের পায়তারা চালাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আইনি সহায়তা কামনা করছি।