বাংলাদেশ

চরফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও হামলার শিকার হলেন রব পরিবার

টাইমস ২৪ ডটনেট : জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আলমগীর সন্ত্রাসী বাহিনী নিয়ে মৃত আব্দুর রব মিয়ার পরিবারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন, টাকা না দিলে তর্ক বিতর্কের এক পর্যায়ে আব্দুর রব মিয়ার সন্তান মাহফুজকে তুলে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করে। সন্ত্রাসী বাহিনী একটু পিছে হটে তাদের দল ভারি করে পুনরায় বাড়িতে এসে হামলা করে দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। গত বুধবার চরফ্যাশন পৌরসভা ৮ নং ওয়ার্ড আবদুরব মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে

ঘটনার সূত্রে জানা গেছে,একদল লোক এসে তারা পরিচয় দেন আব্দুল কাদিরের ছেলে আলমগীরের সাথে আমরা এসেছি। হুমকি স্বরুপ রব মিয়ার সন্তানদেরকে বলছে আলমগীর টাকা পাবে টাকা দেন না কেন? তারা টাকা দিতে অস্বীকার করায় আব্দুর রব মিয়ার ছেলে মাহফুজকে তুলে নিয়ে যেতে চায়। স্থানীয়দের ধাওয়া খেয়ে আলমগীর সহ সন্ত্রাসী বাহিনীরা ঘটনাস্থান ত্যাগ করে,পরবর্তীতে তারা প্রায় শতাধিক লোক নিয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ওই বাড়িতে ঘর ভাঙচুর করে অগ্নি সংযোগ করেন।
ভোক্তাভোগীরা অভিযোগ করে বলেন কারো কাছ কোন সাহায্য না পেয়ে ট্রিপল নাইনে ফোন দিও তাৎক্ষণিক কোন সহযোগিতা পাননি। সন্ত্রাসীরা ঘর ভাঙচুর লুটপাট অগ্নিসব করে চলে যায়। আমরা এ ব্যাপারে নিরাপত্তাহীনতা ভোগে পুলিশ প্রশাসনের কাছে আইনি সহায়তা চাচ্ছি।

Related Articles

Back to top button