বাংলাদেশ

চরফ্যাশন ১০ হাজার ফলদ,বনজি ওষুধী চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ

মীর সাজু, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি চাহিদা,পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার ৫০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা বিতরন করেন উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) নাজমুল হুদা,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজমসহ উপসহকারি কৃষি কর্মকর্তারা।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ প্রদান ও শিক্ষার্থীদের মাঝে সবুজ প্রেম জাগাতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন,এই উপজেলা ২৩শ’জন শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রকারের ফলের চারা যেমন বেল,কাঠাল,নিম গাছের চারা এবং ১ হাজার ৪শ’জনের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

 

Related Articles

Back to top button