বাংলাদেশ

বাবার জানাযা নামা‌জে ডা: হুমায়ূন কবীর বাবুল আমার বাবা আমার জীব‌নের পথপ্রদর্শক

মো. আ. জব্বার, টাইমস ২৪ ডটনেট : ফুলবাড়ীয়া উপ‌জেলার অনন্তপুর গ্রা‌মের বা‌সিন্দা, ঝালকা‌ঠি জেলার সিভিল সার্জন ডা.হুমায়ূন কবীর বাবুল ব‌লেন, আমার বাবা ছি‌লেন একজন আদর্শ বাবা। তি‌নি আমার জীব‌নের পথপ্রদর্শক। আমার বাবা আমা‌কে পা‌রিবা‌রিক শিক্ষা, লেখাপড়া, খেলাধূলা সহ অলরাউন্ডার ক‌রে গ‌ড়ে তু‌লে‌ছেন। আ‌মি আমার বাবার ঋণ কোন‌দিনই শোধ কর‌তে পার‌বো না। মহান আল্লাহ তায়ালা যেন আমার পিতা‌কে জান্নাতুল ফেরদাউস ন‌সিব ক‌রেন।

গত শুক্রবার (৪ জুলাই) বাদ আছর বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পিতার জানাযা নামাজের পূ‌র্বে স্মৃতিচারণ কর‌তে গি‌য়ে আ‌বে‌গে আপ্লুত হ‌য়ে এসব কথা ব‌লেন।
জানাযা নামা‌জের পূর্বে মরহু‌মের জীবন ও ক‌র্মের উপর স্মৃ‌তিচারণ ক‌রে অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন ময়মনসিংহ জেলা জামায়া‌তের নায়েবে আমীর অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ সাইফুল ইসলাম বাদল, ময়মনসিংহ জেলা দ‌ক্ষিণ বিএনপির সদস্য আব্দুল করিম সরকার, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল সহ অন্যারা।
এ ছাড়াও মরহু‌মের জানাযা নামা‌জে সরকার‌ি কর্মকর্তা, জনপ্রতি‌নি‌ধি, রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবা‌দিক, শিক্ষার্থী সহ সমা‌জের সকল পর্যা‌য়ের লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

সি‌ভিল সার্জন ডা: হুমায়ূন ক‌বীর এর পিতা ডা: মোবারক হো‌সেন গত শুক্রবার (৪ জুলাই) সকালে বার্ধক‌্যজ‌নিত কার‌ণে নিজবাড়ী‌তে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঐ‌দিন বাদ আছর বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ ‌শে‌ষে পা‌রিবা‌রিক গোরস্থা‌নে মরহু‌মের লাশ দাফন করা হয়। মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৮৯ বছর। তি‌নি স্ত্রী, ১ ছে‌লে, ১মে‌য়ে সহ অসংখ‌্য আত্মীয় স্বজন রে‌খে‌গে‌ছেন।

শোক প্রকাশ : সি‌ভিল সার্জন ডা: হুমায়ূন কবীর বাবুল এর পিতা ডা: মোবারক হো‌সেন এর মৃত‌্যু‌তে জেলা জামায়া‌তে ইসলামীর না‌য়ে‌বে আমীর ও জামায়া‌তে ইসলামীর ফুলবাড়ীয়া থে‌কে ম‌নোনীত প্রার্থী অধ‌্যক্ষ কামরুল হাসান মিলন, ফুলখ‌ড়ি প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নূরুল ইসলাম খান, সাংবা‌দিক মো. আ. জব্বার পৃথক বিবৃ‌তি‌তে মরহু‌মের আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে শোকস‌ন্তোপ্ত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন।

Related Articles

Back to top button