
মীর সাজু, ভোলা থেকে : ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে চলছে এইচ এস সি পরীক্ষা, নকল মুক্ত ও মনোরম , পরিবেশে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। গতকাল পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দেখা গেল অন্যরকম একটি সুন্দর ও মনোরম পরিবেশ। পরীক্ষা কেন্দ্র, আশপাশে একশত ৪৪ গজের মধ্যে কোন ধরনের জনসাধারণের যাতায়াত এবং যানবাহন প্রবেশ করার কোন অবকাশ ছিল না এমন একটি সুন্দর পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন বলে জানান। এবছর এই কেন্দ্রে সর্বমোট ৮ ৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। গতকাল ছিল ইংরেজি, দ্বিতীয় পত্রের পরীক্ষা এই সাবজেক্টে প্রশ্নগুলো অনেক সুন্দর এবং সহজ হয়েছে বলে জানান কয়েকজন শিক্ষার্থী। তারা আশা করেন ভালো ফলাফল করতে পারবেন।এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা।মাহমুদুল্লাহ স্বপন জানান আমাদের কেন্দ্রে নকল মুক্ত এবং সুন্দর ভাবে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন আমরা কোন ধরনের নকল করার সুযোগ দিচ্ছি না এমনকি বাহির থেকে কোনভাবে অবৈধনকল সাপ্লাই দেওয়ার কোন সুযোগ নাই। আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় 12 জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন আগামী দিনগুলোতে আমরা আরো ভালোভাবে পরীক্ষা নিতে পারব বলে আশা করছি।