বাংলাদেশ

দায়িত্বশীলতার অনন্য নজির: এটিসি কন্ট্রোলার মোঃ জাহিদুল ইসলামকে বেবিচকের সন্মাননা প্রদান

টাইমস ২৪ ডটনেট : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) বিভাগের অধীন কক্সবাজার বিমানবন্দরে কর্মরত এরোড্রামা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম তাঁর পেশাগত নিষ্ঠা, সতর্কতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ সক্ষমতার জন্য বিশেষ স্বীকৃতি লাভ করেছেন। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) তাঁর এই কৃতিত্বের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন।

সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BBC-436 (S2-AJW) উড্ডয়নের পর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে। ০৬:৪৫ UTC থেকে ১২:০০ UTC সময়কালে দায়িত্বে নিয়োজিত মোঃ জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাটি শনাক্ত করেন এবং সংশ্লিষ্ট পাইলটকে সতর্ক করেন। একই সঙ্গে, কাছাকাছি অবস্থানে থাকা UBG-148 (S2-AJW) ফ্লাইটের সঙ্গে দ্রুত সমন্বয় করে তিনি নিশ্চিত করেন যে বিচ্ছিন্ন চাকা BBC-436-এরই।

পরবর্তী সময়ে বিলম্ব না করে তিনি জরুরি প্রোটোকল অনুসরণ করেন এবং ০৭:২৭ UTC-এ ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রাম টাওয়ারের নিয়ন্ত্রণে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর সচেতনতা, তৎপরতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ফলে একটি সম্ভাব্য দুর্ঘটনা প্রতিহত করা সম্ভব হয়।

এই ঘটনা মোঃ জাহিদুল ইসলামের পেশাদারিত্ব, নিরাপত্তা সচেতনতা ও দায়িত্ব পালনের মানদণ্ডকে প্রতিফলিত করে। এই ধরনের দক্ষতা ও নিষ্ঠা বাংলাদেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আস্থা ও নিরাপত্তার স্তরকে আরও সুদৃঢ় করে তোলে।

 

Related Articles

Back to top button