বাংলাদেশ

বেনাপোলে জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে দোয়া অনুষ্ঠান

বেনাপোল প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে “জুলাই – আগস্ট” গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠান।

মঙ্গলবার (০১জুলাই)বিকেলে বেনাপোল পোর্টথানার দিঘিরপাড় আল আরাফা ইসলামিক স্কলারস স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল পোর্টথানা শাখা কমিটির থানা আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর যশোর জেলা মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বেনাপোল পোর্ট থানা শাখা কমিটির সাধারণসম্পাদক মাওলানা ইউসুফ আলি,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী মো: মতিয়ার রহমান বেনাপোল পৌরশাখা কমিটির সেক্রেটারি আলহাজ্ব নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।

তিনি বলেন, তাদের রক্তে লেখা এই ইতিহাস চিরকাল বাঙালির প্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের আজকের দায়িত্ব হলো তাদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারবিয়াত বিষয় সম্পাদক মুজবর রহমান,পৌর আমির আব্দল জলিল সহ প্রমূখ,
দোয়া অনুষ্টানে বেনাপোল পোট থানা শাখা ও পৌর শাখা কমিটির সকল দায়ীত্বশীল সহ পৌর সভার ৯টি ওয়াডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button